কাঁচের চোখে দেখা প্লেটাইম

Playtime (1967)

-Jacques Tati

Jacques Tati
Jacques Tati

“Playtime is a peculiar, mysterious, magical film. Perhaps you should see it as a preparation for seeing it; the first time won’t quite work. The best way to see it is on 70mm, but that takes some doing (although a print is currently in circulation in North America). The Criterion DVD is crisp anddetailed, and includes an introduction by Terry Jones, who talks about how the commercial failure of the film bankrupted Tati (1909–82) and cost him the ownership of his home, his business, and all of his earlier films. Was Tati reckless to risk everything on such a delicate, whimsical work? Reckless for you, reckless for me, not reckless for a dreamer.” – Roger Ebert

তাতির প্লেটাইম আপনাকে একের পর এক অট্টহাসির সুযোগ দেবেনা; আপনাকে পর্যবেক্ষকের ভূমিকায় দাড় করাবে এই মহৎ সৃষ্টি। কাঁচের দেয়ালে ঘেরা হাসি কান্নার সভ্যতাকে আপনার কাছে তাতি তুলে ধরবে কোন ক্লোজ-আপ বা প্রতিক্রিয়া-প্রভাব সৃষ্টিকারী কৌশল বাদ দিয়ে।আপনি শব্দ শুনবেন; সুবিশাল ক্যানভাসে দেখে নিবেন আমার আপনার মত অসংখ্য মানুষকে। নির্লিপ্ত-নির্মোহ-মানবিক আনন্দ-ভুল-অভ্যস্ততার আখ্যান প্লেটাইম।অসংখ্য মুখ হা করে দেওয়া দৃশ্য বিন্যাস আপনাকে চলচ্চিত্রের নিজস্ব ভাষা চেনাবে নতুন করে। প্লেটাইমের প্রোডাকশনের পেছনে আছে একজন স্বপ্ন-বোনা তাতির গল্প। প্লেটাইমে সবাই অভিনেতা-অভিনেত্রী আবার সবাই রিয়েলিজমের ফিগমেন্টেশন। অসম্ভব ভালো লাগবে আমাদের প্রতিদিনের জীবন থেকে তুলে নেওয়া কিছু অব্যয় মুহুর্তের দরদী চিত্রায়ন। প্যারিসের আকাশ,আলো,রাত,রাস্তা, কাঁচের দেয়ালের মায়া-বিভ্রম সব কিছু খুবই পরিমিত। আর এই পরিমিতি বোধই প্লেটাইমকে দিয়েছে নীল আকাশের বিশালতা। কেউ একে দেখতে পারেন সভ্যাতার সংকটের চিত্র হিসেবে, কেউবা আবার আমাদের বয়ে চলা যাপিত জীবনের অসমীকৃত-সমীকরনরুপে।

চক্রব্যূহ
চক্রব্যূহ

প্লেটাইমে কি সুনির্দিষ্ট প্লট লাইন খুঁজে পাওয়া যায়? হয়তো যায়, হয়তো যায়না। আপনার- আমার জীবনের মতই প্লেটাইম;সময়ের আলো-আধারে নিজেকে খুঁজে নেয়। কখনো হয়তো তাতির আরেক রূপ মসিয়ে ঊলো কে আমরা দীর্ঘ সময় ধরে ফ্রেমেই পাইনা; আপনি নিজেকেও কি ২৪ ঘন্টায় নিজের মাঝে খুঁজে পান?তারকোভস্কির প্রবাহমানতার সাথে বার্গ্ম্যানের বিষণ্ণতার সম্মেলনে রেনোয়ার জীবন খুঁজে যাওয়া শাশ্বত এপিফ্যানিই প্লেটাইম; তীব্র,রহস্যময়,আপন।

– সাব্বির পারভেজ সোহান।

Leave a comment